বিশেষজ্ঞদের একাংশের ধারনাই সত্য়ি হল। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payment Bank) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজয়শেখর শর্মা (Vijay Shekhar Sharma)। বিজয়শেখরের পদত্যাগের পরই কোম্পানি পরিচালনার জন্য নতুন বোর্ড তৈরি হল। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড না PPBL। জোর জল্পনা ছিল, পেটিএম ব্যাঙ্ক আর ১ মার্চ থেকে কাজ করবে না। যদিও বিজয়শেখর জানিয়ে ছিলেন, "পেটিএম-এর প্রতিটি গ্রাহককে জানাচ্ছি যে, আপনাদের প্রিয় অ্যাপ কাজ করছে। ২৯ ফেব্রুয়ারির পরেও কাজ চালিয়ে যাবে।"

জরুরি বেশ কিছু নিয়ন্ত্রণবিধি লঙ্ঘনের জন্য পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। জানিয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারির পরে সংস্থাটি নতুন করে আমানত গ্রহণ করতে পারবে না। দিতে পারবে না প্রিপেড, ওয়ালেট, ফাস্ট্যাগ-সহ বিভিন্ন পরিষেবা।

দেখুন পিটিআইয়ের টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)