কর্নেল সোফিয়া কুরেশিকে অপমান, কটাক্ষের জের। ফাঁপরে পড়লেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)। সোফিয়া কুরেশিকে (Colonel Sophia Qureshi) যেভাবে অপমান করা হয়েছে,তার জেরে মধ্যপ্রদেশের ওই আধিবাসী উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিল হাইকোর্ট। অর্থাৎ কর্নেল সোফিয়া কুরেশিকে কটাক্ষ করে কার্যত বিপাকে পড়লেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মন্ত্রী বিজয় শাহ। একটি অনুষ্ঠানে হাজির হয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী বলেন, যারা এ দেশের মেয়েদের মাথার সিদূঁর মুছে দেয়, সেই সমস্ত জঙ্গিদেরর খতম করতে তাদেরই সম্প্রদায়োর এক বোনকে পাঠানো হয়। নাম না করলেও, মধ্যপ্রদেশের মন্ত্রী যেভাবে কর্নেল সোফিয়া কুরেশিকে অপমান করেন, তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। যদিও বিজয় শাহর পালটা দাবি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে গিয়ে ওই ধরনের মন্তব্য করে ফেলেছেন। নিজের বক্তব্যের জন্য তিনি ক্ষমা চাইতে রাজি বলেও জানান বিজয় শাহ। তারপরও মানুষের ক্ষোভ প্রশমিত হয়নি। আর এবার বিজয় শাহর বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিল আদালত।
দেখুন কী জানানো হয় আদালতের তরফে...
#VijayShah #MadhyaPradesh pic.twitter.com/zmelYYWJNt
— NDTV (@ndtv) May 14, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)