বিহারে কংগ্রেসের অব্যাবস্থা ফের প্রকাশ্যে এল। ইন্ডিয়া জোটের বিহার বনধ চলছিল বুধবার। যেখানে একটি হুড খোলা গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেনরাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব-সহ বড় মাপের রাজনৈতিক নেতারা। রাহুল গান্ধী, তেজস্বী যাদবদের হুডখোলা গাড়িতে উঠতে যান কানাইয়া কুমার (Kanhaiya Kumar) এবং পাপ্পু যাদবরা (Pappu Yadav)। তবে তাঁদের বাধা দেওয়া হয়। কানাইয়া কুমার এবং পাপ্পু যাদবকে রাহুল গান্ধীর হুডখোলা গাড়িতে উঠতে দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষীরা কানাইয়া কুমার এবং পাপ্পু যাদবকে রাহুল গান্ধীর (Rahul Gandhi) গাড়ি থেকে নামিয়ে দেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।কানাইয়া কুমার এবং পাপ্পু যাদব দুজনেই বর্তমানে কংগ্রেসের নেতা। পূর্ণিয়া থেকে সাংসদ পদেও নির্বাচিত পাপ্পু যাদব। বিহারের সেই দুই নেতাকে কেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবদের হুডখোলা গাড়িতে উঠতে দেওয়া হল না, তা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত।
দেখুন সেই ভিডিয়ো যেখানে পাপ্পু যাদব এবং কানাইয়া কুমারকে রাহুল গান্ধীদের গাড়িতে উঠতে দেওয়া হয়নি...
Patna | Video: Pappu Yadav, Kanhaiya Kumar Stopped From Boarding Van With Rahul Gandhi https://t.co/a8v4UMyNe4#BiharElections2025 pic.twitter.com/0PevBRFSU8
— NDTV (@ndtv) July 9, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)