আমেরিকা (US) থেকে বিমান ভর্তি করে ফেরানো হচ্ছে ভারতীয়দের (Indians)। নাগরিকত্ব নেই কিংবা ভিসা, পাসপোর্ট নেই। এই অভিযোগে একের পর এক ভারতীয়কে আমেরিকা থেকে ফেরাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনার বিমান সি-১৭ এ করে যখন প্রথমবার অভিবাসী নাম করে ভারতীয়দের ফেরানো হয়, সেই ছবি দেখে অনেকেই ঘাবড়ে যান। বিমানে বসে থাকা ভারতীয়দের পায়ে শিকল বাধা রয়েছে। এমন ছবি দেখা যায়। আবার অনেক ভারতীয়র হাতে হাতকড়া পরানো রয়েছে। এমন ছবিও উঠে আসে। ওই ঘটনার প্রতিবাদে এবার হাতকড়া পরে উত্তরপ্রদেশ বিধানসভায় হাজির হন সমাজবাদী পার্টির বিধায়ক অতুল প্রধান। আমেরিকা থেকে যেভাবে ভারতীয়দের হাতে হাতকড়া বেধে কিংবা পায়ে শিকল বেধে যেভাবে ফেরানো হয়,তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাজবাদী পার্টির বিধায়ক অতুল প্রধান উত্তরপ্রদেশে (Uttar Pradesh)বিধানসভায় হাজির হন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
ভারতীয়দের যেভাবে ফেরানো হচ্ছে, তার তীব্র সমালোচনা করেন সমাজবাদী পার্টির বিধায়ক...
Samajwadi party MLA Atul Pradhan arrived in chains and cuff at the UP assembly in protest against the inhuman treatment meted out by Indians during their deportation from US. pic.twitter.com/63vnbShIhz
— Piyush Rai (@Benarasiyaa) February 18, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)