প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তিনটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রারসূচনা করলেন। সবুজ পতাকা নাড়িয়ে মিরাট-লক্ষ্ণৌ,মাদুরাই-ম্যাঙ্গালুরু এবং চেন্নাই-নাগেরকয়েল এই তিনটি রুটের বন্দেভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর সংকেত দেন তিনি। মিরাট এবং লখনউয়ের মধ্যে প্রায় ৫৬০ কিলোমিটার দূরত্ব। আর এই দীর্ঘ রুট মাত্র আট ঘণ্টায় পাড়ি দেবে ভারতের প্রথম এই সেমি বুলেট ট্রেন।মিরাট-লক্ষ্ণৌ বন্দেভারত এক্সপ্রেস ট্রেনে ৮ টি কামরা থাকবে। রবিবার লক্ষ্ণৌ এবং সোমবার মিরাট থেকে এর পরিষেবা শুরু হবে। মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিনই ট্রেনটি চলাচল করবে। মিরাট ও লক্ষ্ণৌয়ের মধ্যে দূরত্ব অতিক্রম করতে এটি সময় নেবে ৭ ঘন্টা ১৫মিনিট।অন্যদিকে চেন্নাইয়ের এগমোড় থেকে নাগেরকয়েলের মধ্যে নতুন বন্দেভারত ট্রেনটি ত্রিচি,মাদুরাই, ডিনডিগুল ও তিরুনেলভেলির মত পর্যটন কেন্দ্রগুলির ওপর দিয়ে যাতায়াত করবে। এর ফলে একদিকে যেমন তা পর্যটনের বিকাশে সহায়ক হবে, অন্যদিকে, শিল্প ও বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটবে।
Prime Minister @narendramodi flags of three new #VandeBharatTrains through video conferencing.#VandeBharatExpress pic.twitter.com/qaIbACMlck
— All India Radio News (@airnewsalerts) August 31, 2024
ট্রেনগুলির উদ্বোধন করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন - রেল ভ্রমণে উল্লেখযোগ্য উন্নতির জন্য, তিনটি নতুন বন্দে ভারত ট্রেনকে পতাকা দেওয়া হচ্ছে। এগুলি উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুর বিভিন্ন শহরে সংযোগ উন্নত করবে৷
In a significant boost to rail travel, three new Vande Bharat trains are being flagged off. These will improve connectivity across various cities of Nadu.https://t.co/td9b8ZcAHC
— Narendra Modi (@narendramodi) August 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)