১৭ দিন ধরে এক নাগাড়ে চেষ্টা চলছে। মঙ্গলবার  বিকেলের মধ্যে উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা যেতে পারে। এবার এমনই আশার বাণী শোনা গেল। সবকিছু ঠিকঠাক থাকলে  মঙ্গলবার বিকেলে উত্তরকাশির সুড়ঙ্গ থেকে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করা যেতে পারে বলে খবর। মাইক্রো টানেলিং এক্সপার্ট ক্রিস কুপার জানান, সুড়ঙ্গে ৫০ মিটার খনন কাজ সম্পন্ন। আরও ৭ মিটার খনন করলে,  ওই সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার সহজ হবে। আজ বেলা গড়াতেই উত্তরকাশির ওই সুড়ঙ্গে অ্যাম্বুলেন্স প্রবেশ করানো হয়। মঙ্গলবার যাতে শ্রমিকদের শিগগিরই  উদ্ধার করা যায়, সে বিষয়ে করা হচ্ছে জোর পদক্ষেপ।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)