উত্তরপ্রদেশের কাসগঞ্জের খালে আজ সকালে এক মহিলা আইনজীবীর মৃতদেহ ভেসে ওঠে। নিহতের নাম মোহিনী তোমর। সূত্রের খবর গত ৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটা নাগাদ কোতোয়ালি সদর এলাকার জেলা আদালতের গেট থেকে তিনি নিখোঁজ হন। লাশ দেখে যাতে সনাক্ত না করা যায় তাই নিহত ব্যক্তির মুখমণ্ডল বিকৃত করা হয়েছে। পুলিশ মনে করছে নিখোঁজ মহিলা আইনজীবীকে হত্যার পর তার লাশ খালে ফেলে দেওয়া হয়েছে। খালের জলে মৃতদেহের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। চিকিৎসকদের একটি প্যানেল ময়নাতদন্ত করবে। পোস্ট মর্টেমের ভিডিও রেকর্ডিংও করা হবে।
মহিলা আইনজীবী খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে জেলা আদালতের গেট থেকে মোহিনীকে অপহরণ করা হয়। এরপরই তাঁকে হত্যা করে লাশ খালের জলে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ সহকর্মীদের।
उत्तर प्रदेश : कासगंज जिला कोर्ट से लापता हुई महिला अधिवक्ता मोहिनी तोमर की लाश नहर में मिली। शरीर पर चोटों के निशान हैं। चेहरा खराब हालत में मिला है। pic.twitter.com/vdDspt3UtB
— Sachin Gupta (@SachinGuptaUP) September 5, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)