উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) ভেঙে পড়ল ব্রিটিশ আমলে তৈরি হওয়া গঙ্গা সেতু (Ganga Bridge)। প্রায় ১২৫ বছরের পুরনো ওই সেতু কানপুরকে উন্নাওয়ের সঙ্গে যুক্ত করে রেখেছিল দীর্ঘ সময় ধরে। মঙ্গলবার সকালে ভেঙে পড়ল সেটি। তবে রাজ্যের সেতু কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, গঙ্গা সেতুটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। ব্যবহারের জন্যে নিরাপদ ছিল না। দীর্ঘ দিন ধরেই তা বন্ধ রাখা হয়েছিল। এমনকি বিপজ্জনক সেতুটি ভেঙে ফেলার পরিকল্পনা নিয়েছে সেতু কর্পোরেশন। গঙ্গা সেতুটি ভেঙে ফেলার জন্যে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সম্মতি জানানো হয়েছে।

ভেঙে পড়ল ব্রিটিশদের তৈরি করা ১২৫ বছরের সেতু... 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)