Kanpur Minor Rape: উত্তরপ্রদেশের কানপুরে চাঞ্চল্যকর ঘটনা। ১৪ বছরের এক কিশোর ধর্ষণ করল পাঁচ বছরের কন্য়া শিশুকে। কিশোরটি দশম শ্রেণীর ছাত্র। ধর্ষণের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে হয়। ছেলেটিকে থানায় ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। পাঁচ বছরের শিশুটি নাবালক ছেলেটির প্রতিবেশী ছিল বলে জানা গিয়েছে। কিশোরটি মোবাইলে পর্ন দেখার আসক্ত ছিল বলে তার বন্ধু ও পরিবারের সদস্যরা জানিয়েছে। ধর্ষণের ঠিক আগেও সে মোবাইলে পর্ন সিনেমা দেখছিল বলে জানানো হয়েছে।
পাঁচ বছরের সেই শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে। এই নৃশংস ঘটনার কারণে শিশুটি তার সংবেদনশীল অঙ্গপ্রত্যঙ্গের গুরুতর আঘাত পেয়েছে। তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে বর্তমানে চিকিৎসা চলছে। কানপুরের যুগ্ম পুলিশ কমিশনার আশুতোষ কুমার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে। “POCSO আইনের অধীনে কিশোরীর নামে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে ধরা হয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার।
দেখুন খবরটি
कानपुर के चौबेपुर क्षेत्र से एक अत्यंत शर्मनाक और दिल दहला देने वाली घटना सामने आई है. मोबाइल फोन पर अश्लील फिल्में देखने की लत के चलते दसवीं कक्षा में पढ़ने वाले एक 14 वर्षीय नाबालिग किशोर पर, पड़ोस में रहने वाली मात्र पांच साल की मासूम बच्ची के साथ दुष्कर्म करने का गंभीर आरोप… pic.twitter.com/ZkzDDXFGaH
— NDTV India (@ndtvindia) October 14, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)