আজ মহারাষ্ট্রের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন। গত জুন মাসে তৈরি হওয়া মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট নিয়ে শিবসেনার উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের গোষ্ঠীর দ্বিপক্ষীয় আবেদনের উপর আজ রায় দেবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। । এমতাবস্থায় মহারাষ্ট্রের শিন্ডে সরকারের পতন হবে নাকি টিকে থাকবে সেটাই দেখার বিষয়।কারণ মহারাষ্ট্রের শিন্ডে গোষ্ঠীর ১৬ জন বিধায়কের বিধায়ক পদ খারিজ হবে কিনা সেই রায় দেবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেবে।
আদালতে এই ঘটনায় দুদে আইনজীবিদের লড়তে দেখা গেছে। সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি এবং দেবদত্ত কামাত এবং উকিল অমিত আনন্দ তিওয়ারি ঠাকরে গ্রুপের পক্ষে শীর্ষ আদালতে তাদের সওয়াল করেছিলেন অপরদিকে একনাথ শিন্ডে গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছিলেন সিনিয়র আইনজীবী নীরজ কিষাণ কৌল, হরিশ সালভে এবং মহেশ জেঠমালানি এবং অ্যাডভোকেট অভিকল্প প্রতাপ সিং। এছাড়াও রাজ্যের গভর্নরের অফিসের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা হাজির হন।
Uddhav Thackeray vs Eknath Shinde: Supreme Court to Deliver Judgement in Shiv Sena Case Today #SupremeCourt #ShivSena #UddhavThackrey #EknathShinde https://t.co/sJStweuOhU
— LatestLY (@latestly) May 11, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)