স্কুলের মধ্যে দুই স্কুল পড়ুয়ার মধ্যে ছুরি দিয়ে হামালার ঘটনার জেরে রাজস্থারের (Rajasthan) উদয়পুরে (Udaipur) জারি হল ১৪৪ ধারা। সুরজপোল থানা এলাকার এক স্কুলে দুই পড়ুয়া ছুরি দিয়ে একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় একজন পড়ুয়া গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় প্রতিবাদে সরব হয়ে হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখায় হিন্দু সংগঠনের সদস্যরা। দোকানপাঠ, যানবাহন ভাঙচুর করা হয়। গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বিক্ষোভকরীদের দৌরাত্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ কর্তৃপক্ষের তরফে শহর জুড়ে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

হিন্দু সংগঠনের বিক্ষোভ...

উদয়পুরে জারি ১৪৪ ধারা... 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)