গুজরাটের আহমেদাবাদের অদূরে দু'টি ট্রাকের মধ্যে সংঘর্ষের পর আগুন ধরে গেল দু'টি ট্রাকেই। জাতীয় এক্সপ্রেসওয়ের ওপর দাউদাউ করে জ্বলতে থাকে ট্রাক দু'টি। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোরে আহমেদাবাদের প্রায় ১০ কিলোমিটার আগে জাতীয় এক্সপ্রেসওয়ে ১ (National Expressway 1) এ, দু'টি ট্রাকের সংঘর্ষের পর আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন দমকল কর্মীরা। তবে ঘটনায় কারও প্রাণহানি হয়নি।

 জাতীয় এক্সপ্রেসওয়ের ওপর দাউদাউ করে জ্বলছে দুটি ট্রাকঃ

স্টেশন ফায়ার অফিসার মাতা প্রসাদ পান্ডে (Station Fire Officer Mata Prasad Pandey) বলেছেন, "বৃহস্পতিবার ভোর ৪:১৫ মিনিট নাগাদ, একটি ট্রাক এখানে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা মারে। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। একজন ট্রাক চালক আহত হয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে।"

কী বললেন স্টেশন ফায়ার অফিসার ঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)