পেটে ব্যাথার কারণে রহস্যজনকভাবে মৃত্যু হল দুই তরুণীর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুরাওয়ালি ( Kurawali) থানা এলাকার মালাওয়ান গ্রামের ইটাহ এলাকায়। গত মঙ্গলবার বিকেলে কলেজ থেকে বাসে করে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বাড়িতে চলে আসে তাঁরা। বাড়িতে ফেরার পর দুজনেরই বমি, ডায়রিয়া ও পেটে ব্যাথা হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় দুজনকে পৃথক হাসপাতালে ভর্তিও করা হয়। কিন্তু রাতের মধ্যেই মৃত্যু হয় দুই তরুণীর। ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশসূত্রে খবর, দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি হাসপাতালের পক্ষ থেকে। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েদের কেউ বিষ খাইয়ে খুন করেছে।
#WATCH | Uttar Pradesh: Mainpuri SP Vinod Kumar says, "Two girls of a village under Kurawali PS area studied in inter-college located in Malawan, Etah. They returned to their homes in a bus. 10-15 after reaching home, they complained of vomiting, diarrhoea and stomach ache. One… pic.twitter.com/uAOEenAmQc
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)