নয়াদিল্লিঃ অবশেষে তামিলনাড়ু(Tamil Nadu) উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় ফেঙ্গাল(Cyclone Fengal)। ৩০ নভেম্বর রাত সাড়ে ১১ টা নাগাদ পুদুচেরি সৈকতে আছড়ে পড়ে এই ঝড়। প্রতি ঘণ্টায় যার গতিবেগ ছিল ৮০ থেকে ৯০ কিলোমিটার। আঘাত হানার ৩-৪ ঘণ্টা সৈকত এলাকায় তাণ্ডব চালায় ফেঙ্গাল। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, তামিলনাড়ু উপকূল থেকে ক্রমশ দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হতে হতে গতি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের কারণে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। শুক্রবার সকাল থেকেই ফেঙ্গাল-এর কারণে চেন্নাই এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তামিলনাড়ু জুড়ে জারি হয়েছিল লাল সতর্কতা। বহু মানুষকে উপকূল থেকে সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল।
তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় ফেঙ্গাল
The Cyclonic Storm “FENGAL” [pronounced as FEINJAL] over north coastal Tamilnadu & Puducherry remained practically stationary during past 1 hour and lay centered at 0030 hrs IST of today, the 01st December over the same region near latitude 12.0°N and longitude 79.8°E, close to… pic.twitter.com/prm7pps2SS
— ANI (@ANI) December 1, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)