নয়াদিল্লিঃ ৫০০ টাকা নিয়ে বিবাদের সূত্রপাত। মেজাজ হারিয়ে ভাইকে খুন করল এক যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra)থানের(Thane) কল্যাণ এলাকায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম সালিম খান। নিহত যুবকের নাম নাসিম খান, বয়স ২৭। ৫০০ টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। সালিমের পকেট থেকে না বলে ৫০০ টাকা নিয়েছেন সালিম, এমনটাই অভিযোগ করে সালিম। ক্রমে বচসা চরমে পৌঁছয়। এরপর মায়ের সামনেই ভাইকে খুন করে সালিম। পুলিশের দ্বারস্থ হন মা। তাঁর অভিযোগের ভিত্তিতেই বুধবার সালিমকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় সালিমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে নাসিমের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

 ৫০০ টাকা নিয়ে বচসা, ভাইকে খুন করল যুবক

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)