অসুস্থ কৃষককে (Farmer) কাধে চাপিয়ে প্রায় ২ কিলোমিটার রাস্তা পাড়ি দিল পুলিশ (Police)। জীবন নিয়ে টানাটানি অবস্থায় কৃষককে ২ কিলোমিটার নিয়ে গিয়ে অবশেষে তাঁকে হাসপাতালে ভর্তি করেন পুলিশ কর্মী। যার জেরে ওই কৃষক প্রাণে বেঁচে যান। পুলিশ কর্মীর ওই ব্যবহারে আপ্লুত প্রত্যেকে। তাঁকে কুর্ণিশ জানাতে শুরু করেছেন নেটিজেনরা। এমনই ঘটনার সাক্ষী তেলাঙ্গানা (Telangana) । জানা যায়, বেটিগাল গ্রামে এক ব্যক্তি বাড়িতে অশান্তি করে মাঠে চলে যান। সেখানে বিষপান করে ওই কৃষক আত্মহত্যার চেষ্টা করেন। যা চোখে পড়তেই পুলিশের ১০০ নম্বরে ডায়াল করেন বেশ কয়েকজন। পুলিশ ঘটনাস্থলে হাজির হন কুররা সুরেশ নামে ওই কৃষককে উদ্ধার করে এবং তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। জাম্মিকুন্তা হাসপাতালে বর্তমানে সুরেশ ভর্তি এবং তাঁর চিকিৎসা চলছে। যা দেখে তেলাঙ্গানার ওই পুলিশ কর্মীকে কুর্ণিশ জানাতে শুরু করেছেন প্রত্যেকে।

দেখুন ট্যুইট...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)