অভিনয় ছেড়েছেন। অভিনয় ছাড়ার পর আপাতত রাজনীতিই করছেন। নতুন দল গঠন করে তার নাম দিয়েছেন তামিলাগা ভেট্রি কাজাঘাম (Tamilaga Vettri Kazhagam)। বুঝতেই পারছেন দক্ষিণের অন্যতম সুপারস্টার বিজয়ের (Vijay) কথা বলা হচ্ছে। তামিলাগা ভেট্রি কাজাঘাম অর্থাৎ টিভিকে তৈরির পর এবার কনফারেন্সের আয়োজন করেন অভিনেতা রাজনীতিক। টিভেকে-র (TVK) রাজ্য কনফারেন্স শুরু হলে সেখানে জনসমুদ্র বয়ে যায়। যত পর্যন্ত চোখ যায়, শুধু কালো মাথা। হাজার হাজার মানুষ টিভিকে-র কনফারেন্সে হাজির হন। বিজয়ের অপেক্ষায় তাঁরা সময় গুনতে শুরু করেন। টিভিকের ওই কনফারেন্সে যত মানুশ হাজির হয়েছেন, তা লজ্জা দেবে যে কোনও রাজনৈতিক নেতাকে। যে হারে মানুষ টিভিকের কনফারেন্সে হাডির হন, তার এক শতাংশ বা দুই শতাংশ লোক টানতেও যে কোনও রাজনৈতিক দলের যে ঘাম ছুটে যায়, তা স্পষ্ট।

দেখুন কীভাবে হাজার হাজার মানুষ হাজির হন টিভিকের কনফারেন্সে..

 

তামিলনাড়ুর মাদুরাইতেই শুরু হয় টিভিকের কনফারেন্স। আর সেখানে হাজির হন বিজয়...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)