তামিলনাড়ুতে বাস উল্টে মৃত ১, আহত ২০। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গালপুট্টু জেলায়। বাসটি চেন্নাই থেকে কোয়েম্বাটোরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিয়ন্ত্রন হারানোর সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায় এবং পাশের একটি খালে পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে মণিকান্দন নামে এক ব্যক্তির।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌছয় চেঙ্গালপুট্টু তালুক থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ এবং আহত মানুষদের। দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসের মধ্যে থাকা বাকি যাত্রীদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়।ঘটনার জেরে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

অত্যাধিক বৃষ্টির কারণেই গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় বলে মনে করা হচ্ছে।

ঘটনার জেরে চেন্নাই ত্রিচি জাতীয় সড়কে ঝানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)