দ্বিতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ বাক্য পাঠ করতে চলেছেন সিকিম ক্রান্তিকারী মোর্চা(SKM)-র নেতা প্রেম সিং তামাং। তাঁর নেতৃত্বে সিকিম ক্রান্তিকারী মোর্চা(SKM)-এর নতুন সরকার আজ বিকেল চারটেয় রাজধানী গ্যাংটকে শপথ গ্রহণ করবে।সিকিমের পালজড় স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। এই অনুষ্ঠানের জন্য গ্যাংটক পুরসভা এলাকার সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত বলে সরকারের তরফে জানানো হয়েছ। এই নির্বাচনে সিকিম ক্রান্তিকারী মোর্চা রাজ্যের ৩২ টি আসনের মধ্যে ৩১ টিতেই জিতেছে। অন্যদিকে সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট মাত্র একটি আসনে জয়লাভ করেছে। দলের সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পবং চামলিং নামচায়বুং ,
পোকলোক-কামরাং দুটি বিধানসভা আসনেই পরাজিত হয়েছেন। এবং ফুটবল তারকা বাইচুয়ং ভুটিয়া বাইফুং আসনে পরাজিত হন।
Sikkim Krantikari Morcha leader Prem Singh Tamang will be sworn in as Chief Minister of Sikkim today. The swearing-in ceremony will be held at Paljor Stadium in #Gangtok at 4 p.m. pic.twitter.com/kRn8EgdBx6
— All India Radio News (@airnewsalerts) June 10, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)