'সোমেন্দ্র তোমার ভাই হন আমার।' মন্ত্রীর নাম করে এভাবেই হুমকি দিতে দেখা গেল এক ব্যক্তিকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাট (Meerut) থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে যোগী সরকারের মন্ত্রী সোমেন্দ্র তোমারের নাম করে এক ব্যক্তিকে হাঁটু মুড়িয়ে বসিয়ে দেয় এক যুবক।
পুলিশর সামনেই সোমেন্দ্র কুমার ঘনিষ্ঠ ওই ছাত্র নেতাকে হুমকি দিতে দেখা যায়। ওই ব্যক্তিকে একের পর এক হুমকি দিয়ে সেখানে হাঁটু মুড়ে বসিয়ে রাখে এক ব্যক্তি। মীরাটের ছাত্র নেতার এমন ভিডিয়ো চোখে পড়তেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে শুরু হয় জোরদার সমালোচনা।
জানা যায়, গাড়ি নিয়ে গন্ডগোলের জেরে সোমেন্দ্র কুমার ঘনিষ্ঠ ওই ছাত্র নেতাকে দেখা যায়, অন্য ব্য়ক্তির উপর চড়াও হয়ে তাঁর সঙ্গে 'অসভ্যের' মত ব্যবহার করতে।
দেখুন সেই ছাত্র নেতার 'অসভ্যতামির' ভিডিয়ো...
In UP's Meerut, a student leader claimed to associated with UP minister Somendra Tomar could be heard hurling abuses & forcing a man to kneel and apologise in presence of cops following an altercation. pic.twitter.com/YlXXHXPBXg
— Piyush Rai (@Benarasiyaa) October 21, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)