১১ দিনের লড়াই শেষ, প্রয়াত হলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জাওয়ান্ডা (৩৫) । গত ২৭ সেপ্টেম্বর( শনিবার) হিমাচল প্রদেশের বাড্ডির কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। পুলিশ জানায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি গরুর সংঘর্ষের কারণেই দুর্ঘটনার শিকার হন শিল্পী। প্রথমে মোহালির সেক্টর-৭১-এর বাসিন্দা জাওয়ান্ডাকে স্থানীয় একটি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা নিশ্চিত করেন, তাঁর মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে এবং তিনি কার্ডিয়াক অ্যারেস্টেরও শিকার হয়েছেন। পরে তাঁকে দ্রুত মোহালির ফোর্টিস হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজ সকালে ফোর্টিস হাসপাতাল জানিয়েছে, "পাঞ্জাবি গায়ক রাজবীর জাওয়ান্দা বুধবার সকাল ১০.৫৫ মিনিটে ফোর্টিস হাসপাতালে মারা যান। তাঁকে ২৭ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনার পরে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল, তাঁর মেরুদন্ডে গুরুতর আঘাত লেগেছিল এবং মস্তিষ্কেও চোট লেগেছিল। অনেক চেষ্টা সত্ত্বেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি।
গত ১১ দিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে থাকার পড়ে আজ প্রয়াত হলেন পাঞ্জাবী গায়ক।
Tragic news, Punjabi Singer Rajvir Jawanda is no more. He was met with an accident on September 27th while trying to avoid two stray bulls en route to Shimla. pic.twitter.com/BoiL9j4sp2
— Aman Patel (@lilbrownykid) October 8, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)