রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঘষ রংবেরংয়ের বাঘে ভরে উঠেছে সমস্ত রাস্তা। প্রত্যেকবারের মত এবারও কেরলের (Kerala) থ্রিসুর ভরে উঠল একের পর এক রংবেংয়ের বাঘের দলে। শুনতে অবাক লাগলেও, কেরলে ওনাম উৎসবের সময় এমনই বেশ কিছু ছবি চোখে পড়ে। যেখানে করেলের থ্রিসুরের রাস্তায় একের পর এক বাঘ হানা দিতে শুরু করে।

যে ওনামকে (Onam) শষ্যের উৎসব বলে মনে করা হয়, সেখানেই প্রত্যেকবার অনুষ্ঠিত হয় পুলিকালি (PuliKa;i 2025)। যে পুলিকালিকে আসলে বাঘের উৎসব বলে মনে করা হয়। রংবেরংয়ের বাঘ এঁকে বহু মানুষকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

১৮ শতক থেকে শুরু হওয়া এই উৎসব পালন করা হয় ওনামের চতুর্থ দিনে। ওই দিন থ্রিসুরের বিভিন্ন রাস্তায় মানুষ নিজেদের শরীরে বাঘের ছবি আঁকতে দেখা যায়। এরপর সেই বাঘের ছবি আঁকা শরীর নিয়ে রাস্তায় গিয়ে তাঁদের নাচতে দেখা যায়। জনপ্রিয় এই পুলিকালি দেখতে রাস্তার প্রত্যেকটি জায়গায় ভিড় জমে উঠতে শুরু করে।

দেখুন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বহু বাঘ একসঙ্গে...

দেখুন পুলিকালির একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে...

 

ওনামের সময় থ্রিসুর মেতে ওঠে এই পুলিকালি উৎসবে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)