স্বামী ও স্ত্রী, দু'জনে অফিস থেকে ফিরে গিজার চালিয়ে একসঙ্গহে বাথরুমে ঢুকেছিলেন স্নান করতে। কিন্তু গিজার থেকে বিষাক্ত গ্যাস লিক করে বাথরুমে দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হল বেঙ্গালুরুর দম্পতির। শনিবার রাতে তারা মারা যান। সোমবার সকালে পুলিশ দু জনের মৃতদেহ উদ্ধার করে কাদের বাথরুম থেকে। পচা গন্ধে থাকতে না পেরে তাদের প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

দুর্গন্ধের উৎস খুঁজে দরজা ভেঙে ঢুকে ৩০ বছরের চন্দ্রশেখর ও তার ২২ বছরের স্ত্রী সুধারানীর দেহ উদ্ধার করে। পুলিশ জানায়, শনিবার রাতে ৯টা ১০ নাগাদ তারা বাথরুমে ঢোকেন গিজার চালিয়ে স্নান করতে। কিন্তু কার্বন মোনোঅক্সাইড লিক করে ধোঁয়ায় ভরে যায় জানলা বন্ধ থাকা বাথরুম। স্বামী ও স্ত্রী শ্বাসরোধ হয় সেখানেই মারা যান।

দেখুন টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)