আগামিকাল, বুধবার কর্ণাটকে এক দফায় রাজ্যের ২২৪টি বিধানসভা আসনে নির্বাচন। তার আগে এদিন রাজ্য়ে ভোটের কাজে নিযুক্ত সরকারী-আধা সরকারী ভোট কর্মীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন। যারা কাল ভোট করাবেন, তারা আজ ভোট দিলেন। মঙ্গলবার বেঙ্গালুরুতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন কর্ণাটকের ভোটকর্মীরা। প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার, যারা মূলত বুথে বুথে গিয়ে ভোট করানোর দায়িত্বে থাকবেন, তারা পোস্টাল ব্যালটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করলেন।

প্রসঙ্গত, কর্ণাটকে ৫ কোটি ৩০ লক্ষাধিক মানুষ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন আগামিকাল, বুধবার। দক্ষিণ ভারতের এই রাজ্যে বিধানসভা নির্বাচনে মোট ২৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশী বয়সের প্রার্থী হলেন সাত বারের বিধায়ক শামানুর শিবাশাকারপ্পা (৯২ বছর)।

দেখুন ভিডিয়ো

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)