২০২৪ সালে লোকসভা নির্বাচনের কাউন্ট ডাউন কার্যত শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় বিরোধী জোট আরও শক্তিশালী করতে ২৩ জুন,শুক্রবার  পাটনায় বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক হতে চলেছে নীতীশ কুমারের (Nitish Kumar) ডাকে। বৈঠকে থাকবে কংগ্রেস (Congress), তৃণমূল কংগ্রেস (TMC), আপ (AAP) জেডিইউ (JDU), এনসিপি (NCP), আরজেডি(RJD), ডিএমকে(DMK)-সহ অধিকাংশ বিরোধী দলই। এই বৈঠকে অংশ নিতে আজই কলকাতা থেকে পাটনা এসে পৌছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই বৈঠকে তাঁর সফরসঙ্গী হয়েছেন তাঁর ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিহার সফরের প্রথম দিনই মমতা বন্দ্যোপাধ্যায় লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)