পঞ্চদেশ সফর ও ব্রিকস সম্মেলন সেরে বুধবারেই নামিবিয়ায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে ছিল তাঁর ঠাসা কর্মসূচি। সেদেশের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব দ্য মোস্ট এনসিয়েন্ট ওয়েলউইতশিয়া মিরাবিলিস’ সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। এই নিয়ে মোট ২৭টি আন্তর্জাতিক সম্মান পেলেন তিনি। যার মধ্যে এবারের বিদেশ সফরেই ৪টি পেয়েছেন তিনি। সর্বোচ্চ অসামরিক সম্মান পাওয়ার পর নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নন্দি-নদাইতওয়াহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে চারটি চুক্তিতে সাক্ষর করে দুই দেশের রাষ্ট্রপ্রধান। এরপর নামিবিয়ার পার্লামেন্টে ভাষণ দেন মোদী। অবশেষে এই সফর শেষ করে এদিন রাতেই ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। ভারতীয় সময় অনুযায়ী আগামী বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছবেন তিনি।

দেখুন ভিডিয়ো

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)