নরেন্দ্র মোদী আছে বলেই সম্ভব। সুদান ফেরত নাগরিকদের কাছে দেশের প্রধানমন্ত্রী নিয়ে শোনা গেল এমনই মন্তব্য । সম্প্রতি সুদানে(Sudan) সেনার দুই পক্ষের মধ্যে বিরোধের কারনে অগ্নিগর্ভ পরিস্থিতি দেশটিতে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০ এর ও বেশি।

সুদানে থাকা ভারতীয় নাগরিকরা দেশ ছাড়ার চিন্তা করলেও তা কখনই সম্ভব হত না যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা না করতেন।

প্রথমে সুদান থেকে জেদ্দা এবং তারপর জেদ্দা(Jeddah) থেকে ভারতে বিমানে করে একে একে নিয়ে আসা হয় যাত্রীদের। দফায় দফায় ৯ বার জেদ্দা থেকে একে একে উদ্ধার করে নিয়ে আসা হয় ভারতীয় নাগরিকদের। ভারতে আসার পর তাদেরকে উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে তারা সবাই একযোগে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এবং নরেন্দ্র মোদীর প্রচেষ্টার জেরেই এই উদ্ধারকার্য সম্ভব হয়েছে বলে জানান উদ্ধার হওয়া নাগরিকরা।

সুদান থেকে মোট ২৫০০ জনেরও বেশি ভারতীয়কে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে বিদেশমন্ত্রকের তরফে।

দেখুন ভিডিও-

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)