গত  ১৭ ও ১৮ তারিখ দিল্লিতে ভারতীয় জনতা পার্টির (BJP) রাষ্ট্রীয় অধিবেশনের আয়োজন করা হয়েছিল। অধিবেশন ঘিরে ছিল বিজেপি কর্মীদের মধ্যে তুমুল ব্যস্ততা। দুদিনের এই অধিবেশনে মোদি সরকারের একাধিক জনমুখী কর্মসূচিকে নিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছিল এমনকি জনমুখী কর্মসূচিগুলি ছিল থিমের আকারে। মোদি সরকারের উল্লেখযোগ্য কাজের মধ্যে ১২টি অত্যন্ত জনপ্রিয় কর্মসূচিকে তুলে ধরে  ১২টি থিম বিজেপির (BJP) সদর দফতর থেকে ভারত মণ্ডপের রাস্তা পর্যন্ত সাজানো হয়েছিল।

তবে এই অধিবেশনের একটি অংশে কর্মী থেকে নেতা মন্ত্রী বিধায়কদের লম্বা লাইন পড়েছিল। ভিড় দেখে সকলের মত অবাক হয়েছিলেন সাংবাদিক আমান শর্মাও। তারপর তিনি আবিষ্কার করেন যে সকলেই প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে ওরকম ভিড় করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী তো দিল্লিতেই উপস্থিত নেই তবে?  এরপর গোটা ঘটনার বিবরণ দিয়ে তিনি একটি পোস্ট করেন। জানা গেছে ওই অংশে দুটি চেয়ার রাখা ছিল। যার একদিকে নেতা মন্ত্রীরা বসলেও অপরদিক ফাঁকাই থাকছিল। অধিবেশনে প্রধানমন্ত্রী না থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতেই ওই চেয়ারে দেখা যাচ্ছিল প্রধানমন্ত্রীকে। তাই লোকসভা ভোটের আগে মোদীজির সঙ্গে তাঁদের একটি স্মৃতিকে বাঁধিয়ে রাখতে কেউই আর লোভ সামলাতে পারেননি।

দেখুন ঘটনার ভিডিও-

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)