No Fuel Price Shock: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে শুল্ক বা ট্যারিফ জারি করার কারণে খনিজ তেলের দাম বেশ চড়া হয়েছে। এর প্রভাবে ভারতে পেট্রোল ও ডিজেলের মত জ্বালানি তেলে ২ টাকা করে অন্ত:শুল্ক বাডা়নো হয়েছে। এর ফলে পেট্রোলের অন্ত:শুল্ক হল ১৩ টাকা, আর ডিজেলে ১০ টাকা। আগামিকাল, মঙ্গলবার থেকেই জ্বালানি তেলে অন্ত:শুল্ক চাপানোর নির্দেশিকা কার্যকর হতে চলেছে। স্বাভাবিকভাবে জল্পনা শুরু হয়েছে, এই বর্ধিত শুল্কের ফলে পেট্রোল ও ডিজেল কিনতে গেলে বেশী দিতে হবে।
তবে জ্বালানী তেলে অন্তঃশুল্ক বাড়াবো হলেও, এর প্রভাব খুচরো বিক্রির সময় পেট্রোল-ডিজেলের দাম প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri )। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী সাফ জানালেন, অন্তঃশুল্ক বেড়ে গেলেও পেট্রোল, ডিজেলের এখনই বিক্রয়মূল্য বদলাচ্ছে না।
খুচরো বাজারে বাড়বে না তেলের দাম!
#BreakingNews | Oil Min confirms of no increase in retail prices of #Petrol & #Diesel on excise duty hike pic.twitter.com/EVpekBd8xo
— CNBC-TV18 (@CNBCTV18Live) April 7, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)