ফের মা হলেন সীমা হায়দর (Seema Haider)। মঙ্গলবার এক কন্যা সন্তানের জন্ম দেন পাকিস্তানি (Pakistan) সীমা হায়দর। সচন মিনা এবং  সীমা হায়দরের আইনজীবী এপি সিং মঙ্গলবার সকালে এই খবর প্রকাশ করেন। প্রসঙ্গত ২০২৩ সালে সীমা হায়দর পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেন সীমা হায়দর। নিজের সংসার ছেড়ে ভারতীয় প্রেমিক সচিন মীনার (Sachin Meena) সঙ্গে প্রথমে নেপালে হাজির হন সীমা হায়দর। পরে নেপাল থেকে ভারতে প্রবেশ করেন তিনি। সীমা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সচিনের সঙ্গে সংসার পেতেছেন। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই হুলুস্থূল শুরু হয়। নিত্যদিন তাঁদের  নিয়ে চলতে শুরু করে জোরদার বিতর্ক। পাকিস্তানে সীমার পরিবার থাকা সত্ত্বেও, ভারতে প্রবেশ করার তাঁকে আর সে দেশে ফিরতে দেখা যায়নি। যা নিয়ে বহু বিতর্ক হলেও, শেষ পর্যন্ত সচিন মীনাকে বিয়ের পর যুগলে মা-বাবা হলেন সীমা হায়দর এবং সচিন মীনা।

মা হলেন সীমা হায়দর। প্রকাশ করলেন তাঁদের আইনজীবী...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)