গোরক্ষক মনু মানেসরকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। মঙ্গলবার মানেসর থেকে গ্রেফতার করা হয় মনুকে। প্রসঙ্গত গত জুলাই মাসে হরিয়ানার নুহ জেলায় যে সংঘর্ষ শুরু হয়, সেখানে মনু মানেসরের নাম উঠে আসতে শুরু করে। নুহ-এর ঘটনার পাশাপাশি রাজস্থানের ভিওয়ানিতে দুই মুসলিম যুবকের মৃত্যু ঘটনাতেও উঠে আসে মনু মানেসরের নাম। ফলে গত ৭ মাস ধরে মনু মানেসরের খোঁজ শুরু করা হয় হরিয়ানা পুলিশের তরফে। জানা যাচ্ছে, গ্রেফতারির পর মনু মানেসরকে রাজস্থান পুলিশের হাতে তুলে দেবে হরিয়ানা প্রশাসন। ভিওয়ানির ঘটনার জেরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মনু মানেসরের গ্রেফতারির যে ভিডিয়োটি প্রকাশ্যে আসে, সেখানে দেখা যায়, সাধারণ পোশাক পরে পুলিশ মনু মানেসরের পিছু নেয়। এরপর সুযোগ বুঝে গ্রেফতার করা হয় তাঁকে।
CCTV captures cow vigilante Monu Manesar's arrest by the Haryana Police in Manesar. pic.twitter.com/PTcGnGYFIN
— Press Trust of India (@PTI_News) September 12, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)