কয়েক মাস আগেই ওড়িশায় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় কেঁপে উঠেছিল দেশ। করমণ্ডল এক্সপ্রেসের সেই স্মৃতি ফিকে হওয়ার আগেই আবার ফের বড়সড় রেল দুর্ঘটনা বিহারের রঘুনাথপুরে। গতকাল (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার কিছু পরে বিহারের রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন অন্তত ১০০ জন যাত্রী। এখনও পর্যন্ত সরকারী সূত্রে মৃতের সংখ্যা ২। কামাখ্যা-গামী নর্থ-ইস্ট এক্সপ্রেসের ২১টি বগি লাইনচ্যুত হওয়ার ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নর্থ ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে বলেছেন, "এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি রেলমন্ত্রী, এনডিআরএফ, এসডিআরএফ, বিহারের মুখ্যসচিব, জেলা ম্যাজিস্ট্রেট প্রভৃতি আধিকারিকদের জানিয়েছি।
দুর্ঘটনার জেরে বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতিতে নয়াদিল্লি-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বহু ট্রেনেরই পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু ট্রেন বাতিল করা হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
#WATCH | Buxar, Bihar: Union Minister Ashwini Choubey inspects the restoration work and rescue operations after 21 coaches of Kamakhya-Bound North-East Express derailed in Raghunathpur last night pic.twitter.com/clinAm1rDa
— ANI (@ANI) October 12, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)