নয়াদিল্লিঃ এবার পঞ্জাব (Punjab) থেকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার দুই ব্যক্তি। পাকিস্তানের (Pakistan) গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে সংবেদনশীল সামরিক তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পঞ্জাবের গুরুদাসপুর থেকে গ্রেফতার করা হয় ওই দুইজনকে। ইতিমধ্যেই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দারা। এই বিষয়ে পঞ্জাব পুলিশের অফিসার গৌরব যাদব বলেন, "গুরুদাসপুর পুলিশ একটি গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে অভিযান চালিয়ে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।" উল্লেখ্য, এই একই অভিযোগে উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে এক যুবককে গ্রেফতার করে সে রাজ্যের সন্ত্রাসদমন শাখা। অভিযুক্ত যুবকের নাম শাহজ়াদ।

 ভারতের গোপন খবর পাচার পাকিস্তানে, গুপ্তচর সন্দেহে গ্রেফতার ২

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)