নয়াদিল্লি: কর্ণাটকে বিজেপি নেতা অরুণ কুমার পুথিলার (BJP Leader Arun Kumar Puthila) বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ উঠেছে। ৪৭ বছর বয়সী এক কন্নড় মহিলা অভিযোগ করেছেন, ২০২৩ সালের জুন মাসে বেঙ্গালুরুর এক হোটেলে তাঁকে যৌন হেনস্থা করে তাঁর ছবি, সেলফি ও ভিডিওও তুলে রাখেন। পরে সেগুলো ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেইল করতে থাকে। মহিলার অভিযোগের ভিত্তিতে পুথিলার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। আইপিসি (IPC) ধারা ৪১৭ (প্রতারণার শাস্তি), ৩৫৪এ (যৌন হেনস্থা) এবং ৫০৬ (ভয় দেখানোর শাস্তি)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
বিজেপি নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ -
A sexual harassment case registered against Karnataka BJP leader Arun Kumar Puthila based on a complaint by a 47-year-old woman. @sagayrajp with more details.#News #ITVideo @snehamordani pic.twitter.com/hAywIqcuXN
— IndiaToday (@IndiaToday) September 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)