নয়াদিল্লি: কর্ণাটকের (Karnataka) পিইউ কলেজের অধ্যক্ষ বিজি রামকৃষ্ণের ‘সেরা অধ্যক্ষ পুরস্কার’ স্থগিত রাখার সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে, প্রাথমিকভাবে রামকৃষ্ণকে রাজ্যের শিক্ষা বিভাগ দ্বারা মর্যাদাপূর্ণ সম্মানের জন্য নির্বাচন করা হয়। কিন্তু হঠাৎ করে তা স্থগিত রাখা হল। উল্লেখ্য, রামকৃষ্ণ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে তাঁর কলেজে হিজাব নিষিদ্ধ করার জন্য বিতর্কের মুখে পড়েছিলেন, সে সময় তিনি হেডস্কার্ফ পরা মুসলিম পড়ুয়াদের বাইরে রোদে দাঁড়াতে বলে সমালোচনার মুখে পড়েছিলেন। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে তাঁর পুরস্কার স্থগিত রাখা হয়েছে।
বুধবার, রামকৃষ্ণ টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, যে তাঁকে বিভাগ দ্বারা জানানো পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তা বাতিল করা হয়নি। আজ কর্ণাটকের মন্ত্রী এবং কংগ্রেস নেতা এমসি সুধাকর (Congress Leader MC Sudhakar) হিজাব ইস্যু নিয়ে বলেন, ‘আমি যখন পড়াশোনা করতাম তখন আমার সহপাঠীরা হিজাব পরত, তাতে আমাদের কোনও সমস্যা ছিল না। বিজেপি সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। একটি স্কুলে তাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমি ব্যক্তিগতভাবে সেই ব্যক্তিকে অনুভব করি যে পুরো বিষয়টিকে ট্রিগার করেছে, আমার মনে হয় তার অন্য কোনও উদ্দেশ্য আছে...।’
কংগ্রেস নেতা এমসি সুধাকর কী বললেন দেখুন-
#WATCH | On the Hijab issue, Karnataka minister and Congress leader MC Sudhakar says, "... When I was studying, my classmates were wearing hijab. We never had any issues. BJP is trying to create a serious divide in the society. See each one has got their own choice their own… pic.twitter.com/6x0gmvXqjL
— ANI (@ANI) September 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)