নয়াদিল্লি: মুজাফফরনগরের বাসিন্দা অতুল কুমার আইআইটি ধানবাদে (IIT Dhanbad) ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের আসন পেয়েছেন। কিন্তু অতুল তাঁর ফি জমা দেওয়ার আগেই, কলেজের ওয়েবসাইটটি লগ আউট হয়ে যায়, যে কারণে তাঁর ভর্তি হওয়া হয় না। কোনও উপায় না দেখে আদালতের শরণাপন্ন হন অতুল। তিনি প্রথমে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেন কিন্তু আদালতে তারিখ না পেয়ে তাঁর আইনজীবীর পরামর্শে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অতুলকে সাহায্যের পূর্ণ আশ্বাস দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ফি জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও যুবককে বাদ দেওয়া যাবে না। তাঁকে ওই কলেজে পড়ার সুযোগ দিতে হবে।
অতুল কুমার একজন দরিদ্র দলিত পরিবারের সন্তান, তাঁর বাবা দিনমজুর। অতুলের বাবা বলেন, আমরা গ্রামবাসীর কাছ থেকে টাকা ধার নিয়ে কষ্ট করে ফি দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু ততক্ষণে ফি জমা দেওয়ার সময় শেষ হয়ে যায়। আজ সুপ্রিম কোর্টে রায়ে খুশি অতুল ও তাঁর পরিবার। অতুল বলেন, তিনি বড় ইঞ্জিনিয়ার হতে চান। দেখুন-
SC uses extraordinary power to grant admission to Dalit youth in IIT Dhanbad, says he cannot be left in lurch for missing fee deposit deadline
— Press Trust of India (@PTI_News) September 30, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)