নয়াদিল্লিঃ সম্প্রতি প্রকাশ পেয়েছে একটি বিশেষ গবেষণা(Study)। যাতে দাবি করা হচ্ছে, বিভিন্ন প্রাণঘাতী সাপ যেমন, কোবরা(Cobra), ক্রাইট ইত্যাদির মৃত্যুর পরও এরা বিষ ছড়াতে সক্ষম। অসমের গবেষকরা জানাচ্ছেন, এই ধরনের সাপেরা মৃত্যুর কয়েক ঘণ্টা পরেও বিষ প্রয়োগ করতে পারে। সম্প্রতি মনোকলড কোবরা এবং ব্ল্যাক ক্রাইটকে নিয়ে একটি রিপোর্ট পেশ করেছেন অসমের নামরূপ কলেজের একদল গবেষক। গবেষক সুস্মিতা ঠাকুরের নেতৃত্বে এই গবেষণা সম্পন্ন হয়। অসমের বেশকয়েকটি ঘটনা পর্যবেক্ষণ করে তাঁরা এই সিদ্ধান্তে আসেন। তাই মরা সাপ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ওই গবেষকরা।
মরার পরও বিষ ছড়াতে পারে সাপ, বলছে গবেষণা
Indian Snake Species Can Still Inject Venom Hours After Death, New Study Reveals https://t.co/zwWalKEj5Y pic.twitter.com/X5NGLAm27m
— NDTV (@ndtv) August 20, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)