দলীপ ট্রফির (Duleep Trophy) উদ্বোধনী দিনে মুশির খান (Musheer Khan) সমস্ত লাইমলাইট ছিনিয়ে নেন এবং তিনি দ্বিতীয় দিনেও তার বীরত্ব অব্যাহত রাখার পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে তার দ্বিতীয় ১৫০+ স্কোর করেন। লাঞ্চ ব্রেকের পরপরই ৩৭৩ বলে ১৮১ রান করে তাঁর ম্যারাথন ইনিংসটি শেষ হয়ে যায় তবে দলীপ ট্রফিতে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) রেকর্ড ভাঙ্গতে সক্ষম হন। দলীপ ট্রফির অভিষেকে মুশিরের ১৮১ রানের ইনিংসটি এখন তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে ১৯৯১ সালের জানুয়ারিতে গুয়াহাটিতে ইস্ট জোনের বিরুদ্ধে ওয়েস্ট জোনের হয়ে ১৫৯ রান করে তৃতীয় স্থানে ছিলেন সচিন। মাত্র ১৯ বছর বয়সে মুশিরের জন্য এটি একটি বিশাল সাফল্য তবে তিনি যশ ধুলের ২১২ রান এবং বাবা অপরাজিতের ১৯৩ রানের ইনিংসকে ছাড়িয়ে যেতে পারেননি। ভারত 'বি' দলে মুশিরের শতকের সাফল্যে আনন্দে আত্মহারা হতে দেখা যায় সরফরাজ খানকেও। Highest 8th Partnership Record, Duleep Trophy 2024: দলীপ ট্রফিতে অষ্টম উইকেটের সর্বোচ্চ জুটির রেকর্ড ভাঙলেন মুশির খান, নভদীপ সাইনি
মুশির খানের শতকে সরফরাজ খানের হাততালি
Musheer Khan brings up his 💯 🙌
A special celebration and a special appreciation from brother Sarfaraz Khan 👏#DuleepTrophy | @IDFCFIRSTBank
Follow the match ▶️ https://t.co/eQyu38Erb1 pic.twitter.com/92lj578cAs
— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)