Asteroid Psyche 16: মহাকাশের এক গ্রহাণুতেই লুকিয়ে মানবসভ্যতার সবার ধনী হয়ে যাওয়ার পাসওয়ার্ড। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝখানে এক 'অ্যাস্ট্রয়েড সাইক ১৬' (Asteroid Psyche 16)-নামের এক ধাতব গ্রহাণু আছে। এটি আমাদের সৌরজগতের মূল গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টারয়েড বেল্টে অবস্থিত। লোহা, নিকেল ও অন্যান্য ধাতব উপাদানে গঠিত এই গ্রহাণুতে বিশাল বড় এক সোনার খনির খোঁজ মিলল। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গিয়েছে সেই গ্রহাণুতে ৭০০ কুইন্টিলিয়ন মার্কিন ডলার মূল্যের সোনা রয়েছে।
দুনিয়ার সবাই হয়ে যাবেন শত কোটিপতি
১ কুইন্টিলিয়ন হল ১,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ (এক এর পর ১৮টি শূন্য)। ঠিক এই সংখ্যার ৭০০ গুণেরও বেশি মূল্যের সোনা সেই ধাতব গ্রহাণুতে রয়েছে বলে নাসার বিজ্ঞানীদের গবেষণার পর জানা গিয়েছে। সেখান থেকে সব উত্তোলন করে পৃথিবীতে এনে সবাইকে সমানভাগে ভাগ করলে, প্রত্যেকে যে অর্থ পাবেন, সেটা সত্যি হল দুনিয়ার সবাই শত কোটিপতি বা বিলিয়নেয়ার হয়ে যাবেন।
দেখুন খবরটি
Asteroid Psyche 16 has been found to contain gold reserves worth $700 quintillion. That's enough to make everyone on Earth billionaires. pic.twitter.com/mkZdtkTWqm
— Curiosity (@MAstronomers) July 6, 2025
২০২৯ সালে সেখানে নাসার যান
এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর দূরত্ব গড়ে প্রায় ৩৭০ মিলিয়ন কিলোমিটার। নাসা ২০২৩ সালে " সাইকি মিশন" শুরু করেছে এই Asteroid Psyche 16 গ্রহাণুটি অধ্যয়নের জন্য। ২০২৯ সালে নাসার এই মিশনের মহাকাশ যান এর কক্ষপথে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)