জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। গ্রেফতারির আগে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রধান রাজভবনে গিয়ে মুখমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। হেমন্তের পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হেমন্ত ঘনিষ্ঠ চম্পই সোরেন (Champai Soren)। সূত্রের খবর, আজ শুক্রবারই রাজভবনে গিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন চম্পই। গ্রেফতারির আশঙ্কা করে দলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দুজনের নাম আগেই বাচাই করে রেখেছিলেন হেমন। একজন তাঁর স্ত্রী কল্পনা এবং অপরজন চম্পই। তবে হেমন্তের স্ত্রীর মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবে দলের অন্দরে অনেকেই প্রতিবাদ করেন। কারণ তিনি বিধায়কও নন। তাই পরিস্থিতি বুঝে চম্পইকে পরবর্তী ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী করার পথ বেছে নেন হেমন্ত। আজ শপথ।

শপথ নেবেন চম্পই...

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)