'নেপালে পালা বদল হবে। ১৫, ২০ দিনের মধ্যে নেপালের সরকার পড়ে যাবে, আমার কথা মিলিয়ে নেবেন।' একটি পডকাস্টে হাজির হয়ে এমনই মন্তব্য করেন সম্প্রতি র-এর প্রাক্তন অফিসার লাকি বিস্ট (Ex-RAW officer Lucky Bisht)। গত ১২ অগাস্ট লাকি বিস্ট একটি পডকাস্টে হাজির হন। আর সেখানেই তিনি নেপালের (Nepal Unrest) সম্ভাব্য সরকার পতন নিয়ে আগে থেকে প্রত্যেককে জানিয়ে যান। নেপাল যখন উত্তপ্ত। হিমালয়ের কোলে থাকা ছোট্ট দেশ যখন জ্বলছে, েসই সময় প্রাক্তন র অফিসারের সেই ভিডিয়ো ভাইরাল হয়।
যে ভিডিয়োতে লাকি বিস্টকে বলতে শোনা যায়, নেপালে (Nepal Protests) সদ্য গঠিত সরকার আবার পড়ে যাবে। আর কয়েকদিনের মধ্যেই এসব ঘটবে। লাকি বিস্টের সেই ভিডিয়ো বর্তমানে এক নাগাড়ে ভাইরাল হতে শুরু করেছে।
তবে ফ্যাক্ট চেকের পর জানা যায়, লাকি বিস্টের নেপাল বক্তব্য নিয়ে যে ভিডিয়ো ভাইরাল হয়, তা আদতে ভুয়ো। সত্যের সঙ্গে ওই ভিডিয়োর কোনও যোগ নেই বলে প্রমাণিত হয়।
গত ৯ অগাস্ট থেকে উত্তাল হতে শুরু করে নেপাল। কে পি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে গণরোষ ফুটে ওঠে। তারপরই জেন জ়ি-এর উত্তাল বিক্ষোভে ফুটতে শুরু করে নেপাল।
নেপালের ক্রাইসিস নিয়ে কী বলেন লাকি বিস্ট...
Ex-RAW officer Lucky Bisht had predicted the Nepal crisis a month ago.
Join | https://t.co/bq8DAxMRoA pic.twitter.com/nhrIl8DDuA
— Satyaagrah (@satyaagrahindia) September 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)