কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন টোকিও অলম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া।রেসলিং ফেডারেশন ইন্ডিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদে নেমেছিলেন দেশের না উজ্বল করা কুস্তিগীররা।

একটি টুইটের মাধ্য়মে তিনি জানান, অ্যাথলিটদের বিচারের জন্য রাস্তায় নেমে আসার বিষয়টি আমাকে যথেষ্ট মর্মাহত করেছে। আমাদের দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তারা অনেক কষ্ট করেছেন, এবং আমাদেরকে গর্বিত করেছেন" বলে জানান তিনি।

তিনি আরও জানান, "একটি  দেশ হিসেবে প্রত্যেকের অখন্ডতা এবং মর্যদা রক্ষা করা আমাদের দায়িত্ব" বলে মন্তব্য করেন তিনি।

ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও তা নিয়েও যথেষ্ট টালবাহানা করে দিল্লি পুলিশ। কুস্তিগীরদের এই প্রতিবাদকে সমর্থন করেছেন অভিনব বিন্দ্রাও।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)