ভারতে বসবাসকারী মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) মুখে। তিনি বললেন, ‘ভারতীয় মুসলিমরা কয়েক হাজার বছর আগেও হিন্দুই ছিলেন। হিন্দু ধর্ম বহু প্রাচীন।আজকের মুসলিম ধর্মাবলম্বীদের অনেকেই  ধর্মান্তরেরই ফলাফল। ’ নিজের এই বক্তব্যের সমর্থনে যুক্তিও দেন তিনি।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে গুলাম নবির মন্তব্য। ওই ভিডিওতে আজাদকে ভারতে ইসলাম ধর্মের প্রবেশ, এমনকী কাশ্মীরিদের নিয়েও বক্তব্য রাখতে শোনা যায়। তিনি বলেন, ‘ভারতে ইসলাম ধর্ম এসেছিল প্রায় ১,৫০০ বছর আগে, যখন এদেশে প্রাচীন হিন্দুধর্ম সমাজের শিকড়ে পৌঁছে গিয়েছে। কিছু মুসলমান হয়তো বাইরে থেকে এসেছেন। অনেকে মুঘল সেনাবাহিনীতে কাজের সূত্রে এদেশে এসে পাকাপাকিভাবে বংশ পরম্পরায় থেকে গিয়েছেন। তারপরই অনেক ভারতীয় ধীরে ধীরে হিন্দু ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছে।’

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)