Mukesh Ambani Buys Building: এবার বিল-হিলারি ক্লিন্টন, লিওনার্দো দ্যা ক্যাপ্রিও কিংবা টেলর সুইফট, স্কারলেট জনসনদের প্রতিবেশী হলেন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। সংবাদমাধ্যমে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর নিউ ইয়র্ক সিটির সবচেয়ে অভিজাত এলাকায় বাড়ি বা সম্পত্তি কিনেছেন মুকেশ আম্বানি। অভিজাত ট্রাইবেকা এলাকায় আম্বানির ঝাঁ চকচকে আধুনিক বিল্ডিং কিনতে খরচ হয়েছে প্রায় ১৭.৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা। তবে সেই বাড়িটি মুকেশ আম্বানি থাকবেন নাকি অন্য কোনও পরিকল্পনা আছে তা পরিষ্কার নয়।
লেনদেনটি সম্পন্ন হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কিন শাখা RIL USA-এর মাধ্যমে। আম্বানিদের এই বিল্ডিংটি বিক্রি করেন এনবিএ মেমফিস গ্রিজলিস দলের মালিক তথা টেক বিলিয়নেয়ার রবার্ট পেরা। পেরা ২০১৮ সালে প্রায় ২০ মিলিয়ন ডলারে এই সম্পত্তি কিনেছিলেন। আম্বানিদের কেনা বাড়িটি ভবনটি একসময় ফ্রেইট টার্মিনাল ছিল, আকারে ১০,০০০ বর্গফুটের বেশি। প্রায় ১০ বছর ধরে বাড়ি ফাঁকা পড়ে আছে, কোনো বড় উন্নয়ন হয়নি বলে খবর। বিখ্যাত স্থপতি মায়া লিন-কে দিয়ে ২০,০০০ বর্গফুটের একটি সুবিশাল-প্রাসাদ ডিজাইন করান। কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি।
দেখুন খবরটি
#ItsViral | Mukesh Ambani buys tech billionaire’s building in New York City for this staggering sumhttps://t.co/TaST0H35nu
— Hindustan Times (@htTweets) September 14, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)