রাতের অন্ধকারে অর্ধনগ্ন হয়ে বন্ধ মদের দোকানে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের যুবকের বিরুদ্ধে। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডিতে রাতেরবেলা মদ কিনতে এসে মদের দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। দোকানের বাইরে লাগানো সিসিটিভিতে গোটা ঘটনাটি ধরা পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গায়ে মুখে কাপড় বেঁধে চারজন ওই মদের দোকানের সামনে আসেন। তাঁদের সঙ্গে ছিল দাহ্য পদার্থ। যা বন্ধ দোকানের বাইরে ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেন অভিযুক্তরা। আগুনের শিখা এতই সাংঘাতিক ছিল যে একজন অভিযুক্তকে আগুন প্রায় গ্রাস করে ফেলেছিল। তবে দাহ্য পদার্থ নিয়ে দোকানে আসায় অভিযুক্তদের আগুন লাগানোর মতলব আগে থেকেই ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

মদের দোকানে আগুন লাগানোর অভিযোগ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)