নয়াদিল্লিঃ মন্দিরের (Temple) প্রসাদে আরশোলা(Cockroach)। অভিযোগ দায়ের ভক্তের। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) প্রসাদে আরশোলার সেই ছবি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। অভিযোগকারীর নাম সরসচন্দ্র কে। অন্ধ্রপ্রদেশের স্রিসাইলাম দেবস্থানম মন্দিরে এই ঘটনাটি ঘটেছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় প্রসাদের ছবি পোস্ট করে তিনি বলেন, "আমি গত ২৯ জুন স্রিসাইলাম দেবস্থানম মন্দিরে গিয়েছিলাম। সেখানের প্রসাদ হিসেবে যে লাড্ডু দেওয়া হয়েছিল তাতে একটি আরশোলা পাই। প্রসাদ তৈরিতে এত গাফিলতি কেন? আমি হতবাক।" যদিও এই গোটা অভিযোগ অস্বীকার করেছে মন্দির কর্তৃপক্ষ। স্রিসাইলাম মন্দিরের প্রধান শ্রীনিবাস রাও বলেন, "ভীষণ তৎপরতার সঙ্গে মন্দিরের প্রসাদ বানানো হয়। প্রসাদে কোনওভাবেই আরশোলা থাকতে পারে না।" এরপরই এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।

মন্দিরের প্রসাদে আরশোলা, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ ভক্তের

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)