মহুয়া মৈত্রর (Mahua Moitra) রিসেপশন হয়ে গেল দিল্লিতে (Delhi)। বার্লিনে একেবারে ঘনিষ্ঠ অনুষ্ঠানে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের (Pinaki Misra) সঙ্গে বিয়ের পর মহুয়া মৈত্র দেশে ফেরেন বটে তবে রিসেপশনের আয়োজন হয়নি এতদিন পর্যন্ত। এরপর দিল্লিতেই মহুয়া মৈত্র এবং পিনাকী মিশ্রের রিসেপশনের আয়োজন করা হয়। যেখানে সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, ডিম্পল যাদব, জুন মালিয়ারা হাজির হন। ছিলেন সোনিয়া গান্ধী, সুপ্রিয়া সুলেরাও। লাল রঙের শাড়িতে সেজে, হাতে শাখা পলা পরে রিসেপশনে হাজির হন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। পিনাকী মিশ্রের পরণে ছিল লাল এবং সাদা রঙের পাঞ্জাবি এবং ধুতি। দিল্লিতে মহুয়া মৈত্র এবং পিনাকী মিশ্রের যে জমকালো রিসেপশনের আয়োজন করা হয়, সেই ছবি পোস্ট করেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। যাঁকে মহুয়ার রিসেপশনের অনুষ্ঠানে দেখা যায়, লাল, কালো রঙের শাড়িতে। গলায় ছিল সোনার গয়না। কপালে লাল টিপ।

দেখুন মহুয়া মৈত্র এবং পিনাকী মিশ্রের রিসেপশনের অনুষ্ঠানের ছবি...

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)