সকাল থেকে মুখভার মুম্বাইয়ের আকাশের। কাল থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যেই ভারতীয় আবহাওয়া দফতর (IMD) আগামী দুই-তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর প্রভাবে মধ্য়, পশ্চিম ও দক্ষিণ ভারতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে মুম্বাইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে আজ সারাদিনে বজ্রবিদ্যুৎসহ  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আগামী ৩-৪ ঘন্টার মধ্যে মুম্বাই, থানে, রায়গড় জেলাগুলির বিচ্ছিন্ন জায়গায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)