গত কয়েকদিনে বৃষ্টিতে মুখ ঢেকেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ এর বিভিন্ন জেলা জুড়ে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে আজ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। জবলপুর, সাগর, রেওয়া এবং শাহদোল বিভাগের ১৭টি জেলায় অতি ভারী ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে গোয়ালিয়র-চম্বল বিভাগের ৪টি জেলা ভোপাল, গোয়ালিয়র, ইন্দোর এবং উজ্জয়িন সহ বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে এক আবহাবিদ জানান , মধ্যপ্রদেশ রাজ্যজুড়ে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয়।যার ফলে আগামী ৪ দিন রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আগামী শনিবার ও রবিবার (৫ ও ৬ জুলাই)তে মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)