বাজার থেকে তো সাবান (Soap) কিনে আনছেন, তবে ব্যবহারের আগে সাবধান। না হলে মধ্যপ্রদেশের গ্বালিয়রের মত পরিস্থিতি হতে পারে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গ্বালিয়রে (Gwalior) সম্প্রতি এক বাড়িতে দুর্ঘটনা ঘটে যায়। যেখানে বাজার থেকে নামি ব্র্যান্ডের সাবান কিনে আনা হয় একটি বাড়িতে। প্যাকেট থেকে সাবান খুলে নেওয়ার পর তা মাখতে যায় ১০ বছরের এক কিশোর। প্যাকেট থেকে সাবান বের করে তা ব্যবহার করতেই মুখ কেটে যায়। ওই কিশোরের মুখ কেটে যাওয়ার পর শুরু হয় রক্তপাত। ভাল করে সাবান খুটিয়ে পরীক্ষা করতেই দেখা যায়, তার মধ্যে রয়েছে ব্লেড (Blade)। সাবানের ভিতরে কীভাবে ব্লেড থাকতে পারে, তা দেখে অবাক হয়ে যান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে গ্বালিয়রের ওই পরিবারের তরফে থানায় দায়ের করা হয় অভিযোগ। ন্যাশানাল কনজ়িউমার হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান ওই কিশোরের বাবা আনন্দ তোমার। শুধু তাই নয়, প্রয়োজন পড়লে এই ঘটনার বিরুদ্ধে বিচার চাইতে তিনি আদালত পর্যন্ত যাবেন বলেও জানান আনন্দ তোমার নামে গ্বালিয়রের ওই ব্যক্তি।
আরও পড়ুন: Tamannaah Bhatia: প্রাদেশিকতার ফাঁস, এবার তামান্না ভাটিয়াকে নিয়ে তুমুল বিতর্ক
দেখুন কী বলছেন গ্বালিয়রের ওই ব্যক্তি...
सावधान, नए साबुन में निकला ब्लेड! MP News #MPNews #gwalior #soap pic.twitter.com/61uc5pbbOn
— MP News (@mpnewstv) May 27, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)